যেসব মনীষীগণের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে বিশ্বব্যাপী ইসলামের দাওয়াত
পৌঁছেছে, তাদের অধিকাংশই ইমাম আবু হানিফা (রহ)এর অনুসারী ছিলেন
ভিডিও লিংক> https://www.youtube.com/watch?v=3SSkI-rMXKg
আল্লামা মুফতী আবুল কালাম যাকারিয়া দাঃবাঃ বলেন: মুজতাহিদগণ কুরআন-সুন্নাহর আলোকেই সমস্যার সমাধান দিয়েছেন, তাই তাদের অনুসরণ করাই কুরআন-সুন্নাহর অনুসরণ করার নামান্তর।
ভিডিও লিংক> https://www.youtube.com/watch?v=3SSkI-rMXKg
আল্লামা মুফতী আবুল কালাম যাকারিয়া দাঃবাঃ বলেন: মুজতাহিদগণ কুরআন-সুন্নাহর আলোকেই সমস্যার সমাধান দিয়েছেন, তাই তাদের অনুসরণ করাই কুরআন-সুন্নাহর অনুসরণ করার নামান্তর।
ইমাম আবু হানীফা রহঃ কে অনুসরণ করার অর্থ হলো হাদীসের অনুসরণ করা, যারাই
মুজতাহীদ ইমামদের অনুসরণ করেন, তারা মূলত হাদীসেরই অনুসরণ করেন, রাসূল সাঃ
কে অনুসরণ করা মানেই আল্লাহ কে অনুসরণ করা, কুরআনকে অনুসরণ করা, আল্লাহর
কথার ব্যাখ্যা দিয়েছেন রাসূল সাঃ, ঠিক রাসূল সাঃ এর কথার হাদীসের ব্যাখ্যা
দিয়েছেন মুজতাহীদ ইমামগণ ।
ইংরেজরা ভারতবর্ষ দখলের পরপরই গায়রে মুকাল্লিদ ফেতনার উৎপত্তি। ব্রিটিশরা যেসব দল-উপদল সৃষ্টি করেছে তন্মধ্যে কাদিয়ানী ও গায়রে মুকাল্লিদ অন্যতম,ব্রিটিশ সৃষ্ট এই সম্প্রদায়সমূহের মূল লক্ষ্যই হলো ইসলামের প্রকৃত অনুসারী বা ইমাম আবু হানিফা (র) এর অনুসারীদের মধ্যে বিভেদ সৃষ্টি করা,তাই যারা ফেতনা সৃষ্টিকরতে চাচ্ছে এদের থেকে সর্তক থাকতে হবে।
গত ৭ সেপ্টেম্বর ২০১৩ সিলেট নগরীর ধোপাদিঘির পাড়াস্থ ইউনাইটেড কমিউনিটি সেন্টারে,জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুরের ছাত্রদের সংগঠন আশ-শিহাব পরিষদের উদ্দোগে আয়োজিত ‘কুরআন সুন্নাহর আলোকে হানাফী মাযহাব’ র্শীষক সেমিনারে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আল্লামা মুফতী আবুল কালাম যাকারিয়া দাঃবাঃ মুহতামিত,জামেয়া কাসিমুল উলূম দরগাহ, সিলেট।
ইংরেজরা ভারতবর্ষ দখলের পরপরই গায়রে মুকাল্লিদ ফেতনার উৎপত্তি। ব্রিটিশরা যেসব দল-উপদল সৃষ্টি করেছে তন্মধ্যে কাদিয়ানী ও গায়রে মুকাল্লিদ অন্যতম,ব্রিটিশ সৃষ্ট এই সম্প্রদায়সমূহের মূল লক্ষ্যই হলো ইসলামের প্রকৃত অনুসারী বা ইমাম আবু হানিফা (র) এর অনুসারীদের মধ্যে বিভেদ সৃষ্টি করা,তাই যারা ফেতনা সৃষ্টিকরতে চাচ্ছে এদের থেকে সর্তক থাকতে হবে।
গত ৭ সেপ্টেম্বর ২০১৩ সিলেট নগরীর ধোপাদিঘির পাড়াস্থ ইউনাইটেড কমিউনিটি সেন্টারে,জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুরের ছাত্রদের সংগঠন আশ-শিহাব পরিষদের উদ্দোগে আয়োজিত ‘কুরআন সুন্নাহর আলোকে হানাফী মাযহাব’ র্শীষক সেমিনারে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আল্লামা মুফতী আবুল কালাম যাকারিয়া দাঃবাঃ মুহতামিত,জামেয়া কাসিমুল উলূম দরগাহ, সিলেট।
No comments:
Post a Comment